ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার জুনিয়রদের পর এবার সৌদি লিগে যোগ দিচ্ছেন রিয়াল মাদিদ্র ও ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র-কদিন পরপরই এমন গুঞ্জন ডানা মেলে। আর এই বিষয়টি নিয়ে বারবার কথা বলতে হয় রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে। এতে বেশ বিরক্ত রিয়াল কোচ। এবার সাফ জানিয়ে দিলেন এ নিয়ে আর কথা বলতেই চান না তিনি।
গতকাল শুক্রবার ওসাসুনার বিপক্ষে ম্যাচের সংবাদ সম্মেলনে আনচেলত্তি ফের মুখোমুখি হলেন একই প্রশ্নের। জবাবও তিনি দিয়েছেন বিরক্তির সুরে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। আমি কি এই ইস্যুতে বিরক্ত? হ্যাঁ। আমি কি এ নিয়ে চিন্তিত? না। আমি কি তাকে সুখী দেখছি? হ্যাঁ।
আনচেলত্তি বলেন, আমরা তাকে নিয়ে খুশি। এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে যা বলেছিলাম, এই ইস্যুতে বাড়তি কিছুই যোগ করার নেই আমার। এই বিষয় নিয়ে আমরা কথা বলি না, সেও বলে না। তাকে আমি সেই পুরান ভিনিসিউসের রূপেই দেখছি, যে সবকিছু ঠিকঠাক করতে ভীষণ আগ্রহী এবং সে গত ম্যাচে খুব ভালোভাবে তা করেও দেখিয়েছে।
গত ম্যাচ বলতে আনচেলত্তি টেনেছেন চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগের ম্যাচের প্রসঙ্গ। যে ম্যাচে ভিনিসিউস হয়েছিলেন সেরা খেলোয়াড়।
বিডি প্রতিদিন/নাজিম