পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের নামের সঙ্গে সবচেয়ে বেশি উচ্চারিত হয় ‘কিং’ বিশেষণটি। কিন্তু সম্প্রতি এমন নামে সাংবাদিকরা ডাকলে তাতে আপত্তি করেন বাবর। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৫৩ রান তাড়া করা জয়ের পর বাবর অনুরোধ করেন কিং বা রাজা নামে যেন তাকে আর ডাকা না হয়।
তিনি বলেছেন, ‘দয়া করে আমাকে রাজা ডাকবেন না। আমি রাজা নই। এখনো সেই স্তরে পৌঁছাইনি। আমার কাঁধে এখন নতুন দায়িত্ব।’
২০১৫ সালের পর আবারও ওপেনার হিসেবে খেলছেন বাবর। এই দায়িত্ব তাই মনোযোগ দিতে চান তিনি। আর অতীতই নিয়ে কথা না বাড়িয়ে তিনি বলেছেন, ‘আগে যা-ই করেছি না কেন, তা এখন অতীত। প্রতিটি ম্যাচে নতুন চ্যালেঞ্জ থাকে। তাই আমাকে বর্তমান ও ভবিষ্যতে মনোযোগ দিতে হবে।’
নতুন ভূমিকাতেও অবশ্য রানে ফিরতে পারেননি বাবর। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ রান করা বাবর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন ২৩ রান। একটা সময় রানের বন্যা বইয়ে দেওয়া ৩০ বছর বয়সী ব্যাটার এখন ছন্দ হারিয়ে নিজেকে খুঁজছেন। আন্তজার্তিক ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি করেছেন ২০২৩ সালে নেপালের বিপক্ষে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ