বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা লড়াইয়ে ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করছে চিটাগং কিংস। ব্যাট করতে নেমে ৬ ওভারে বিনা উইকেটে তারা স্কোরবোর্ডে জমা করেছেন ৫৭ রান।
শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তবে পাওয়ার প্লেতে তার বোলারদের তুলোধুনো করেছেন চিটাগংয়ের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও খাজা নাফে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চিটাগংয়ের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৬ ওভার শেষে ১৬৩ রান। ৪৪ বলে ৬৬ রান করে আউট হয়েছেন পাকিস্তানি ওপেনার খাজা নাফের ব্যাটে। এছাড়া ৪১ বলে ৭২ রানে ব্যাট করছেন পারভেজ হোসেন ইমন।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছে। অন্যদিকে, প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেয়ার অপেক্ষায় চিটাগং কিংস।
বিডি-প্রতিদিন/বাজিত