মোহাম্মদ সালাহর জোড়া গোলে বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জিতেছে লিভারপুল। লিগে এ নিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকলো দলটি। দুর্দান্ত জয়ে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে টেবিলটপার লিভারপুল। দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে গেছে অলরেডরা।
২৩ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫৬। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৪৭। এক ম্যাচ বেশি খেলে আর্সেনালের সমান পয়েন্ট নিয়ে তিনে আছে নটিংহ্যাম ফরেস্ট। শনিবার রাতে বোর্নমাউথের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। দারুণ ছন্দে থাকা সালাহ এই ম্যাচে প্রথম গোলটি করেই নাম লেখান দারুণ এক মাইলফলকে। এটি ছিল ইউরোপে সব দল মিলিয়ে সালাহর ৩০০তম গোল। এই ম্যাচ শেষে যা হয়েছে ৩০১। আর লিভারপুলের জার্সিতে সালাহর গোলসংখ্যা এখন ২৩৬। এর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে সালাহর গোলসংখ্যা এখন ২১।
এ নিয়ে লিভারপুলের হয়ে পাঁচ মৌসুমে লিগে ২০ বা তার বেশি গোল করলেন সালাহ। এর আগে ২০১৭-১৮ (৩২), ২০১৮-১৯ (২২), ২০২০-২১ (২২) ও ২০২১-২২ (২৩) মৌসুমে এই কীর্তি গড়েছিলেন সালাহ। সালাহ ছাড়া ৫ বা তার বেশি মৌসুমে ২০ বা তার বেশি গোল করার কীর্তি গড়েছিলেন অ্যালান শিয়ারার (৭ বার), সের্হিও আগুয়েরো (৬ বার), হ্যারি কেইন (৬ বার) ও থিয়েরি অঁরি (৫ বার)।
সালাহ প্রথম গোল করেন ৩০ মিনিটে পেনাল্টি শটে। ডি-বক্সের ভেতর লিভারপুলের কোডি গাকপোকে ফাউল করেন স্বাগতিক দলের লুইস কুক। ৭৫ মিনিটে দ্বিতীয় গোল করেন সালাহ। কার্টিস জোনসের অ্যাসিস্টে গোলটি করেন মিশরীয় ফরোয়ার্ড। এতে ২-০ তে এগিয়ে যায় লিভারপুল।
বিডি প্রতিদিন/নাজিম