বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় ফরচুন বরিশালের বিপক্ষে চাপহীন থেকে খেলার সুযোগ পেয়েছিল ঢাকা ক্যাপিটালস। কিন্তু এমন ম্যাচে মাত্র ৭৩ রানেই গুটিয়ে গেল লিটনরা।
বুধবার (২৯ জানুয়ারি) মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৫ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৩ রানে অলআউট হয় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেছেন অধিনায়ক থিসারা পেরেরা। রংপুরের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও তানভির ইসলাম। অপর উইকেটটি নেন জেমস ফুলার।
বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় ঢাকার জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার। চাপহীন ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই বাউন্ডারিতে ইনিংস শুরু করেছিলেন লিটন দাস। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে তানভীর ইসলামের জোড়া হানার পর সবকিছু নড়বড়ে হয়ে যায়। মেডেন দিয়ে ওই ওভারে লিটন দাস (১০) ও রিয়াজ হাসানকে (০) ফেরান তানভীর।
দলীয় ২০ রানে বাউন্ডারির কাছে তানজিদ হাসান (৭) ধরা পড়লে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। এরপর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। মোহাম্মদ নবি ও তানভীরের ঘূর্ণিতে পরাস্ত হয়ে দলীয় ৪১ রানের মধ্যে ৭ উইকেট হারায় ঢাকা।
নবি-তানভীরের স্পিন ঘূর্ণির সঙ্গে ফাহিম আশরাফের পেস তোপে ১৫.৩ ওভারের মধ্যে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় দল।
বিডি প্রতিদিন/মুসা