গত বছর মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন সাথিরা জাকির জেসি। এবার বিশ্বকাপের মতো মঞ্চে আম্পায়ারিং করতে যাচ্ছেন তিনি। এই টুর্নামেন্টও হবে মালয়েশিয়ায়।
সোমবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ ম্যাচ কর্মকর্তার নাম ঘোষণা করেছে। যাদের মধ্যে আম্পায়ার ১৬ জন এবং ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন চারজন। বাংলাদেশের জেসি সেই ১৬ আম্পায়ারের একজন।
সাথিরা জেসি বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক নিয়োগপ্রাপ্ত। মাঠে আম্পায়ারিংয়ের পাশাপাশি তিনি একজন সাবেক ক্রিকেটারও। যিনি দেশের হয়ে বোলার হিসেবে প্রতিনিধিত্ব করেছেন।
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দুইজন করে আম্পায়ার থাকছেন নেদারল্যান্ডস, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ থেকে। বাংলাদেশের মতো অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, কাতার, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, ওমান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার এক জন করে আম্পায়ার আছেন টুর্নামেন্টে। চার দেশ থেকে থাকছেন একজন করে ম্যাচ রেফারি।
১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হচ্ছে দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি। বিশ্বকাপে এবার ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।
বিডি প্রতিদিন/নাজিম