আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেনস ক্রিকেট লিগে টুর্নামেন্ট সেরা অলরাউন্ডার রিতু মনি, অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা দারুণ পারফরম্যান্সে দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি শেলটেকের হয়ে লিগে চমক দেখিয়ে এবার ওয়ানডেতে ডাক পেলেন ইশমা তানজিম। ছয় দলের টুর্নামেন্ট খেলতে ৩ এপ্রিল লাহোরের উদ্দেশে রওনা হবে নিগাররা। বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান ছাড়া বাছাইয়ের বাকি চার দল ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড ও স্কটল্যান্ড। সেরা দুই দল খেলবে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে।
বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার, রিতু মনি।