দূরন্ত গতিতে ছুটছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী দলটি শিরোপা জয়ের পথে গতকাল রাতে আরও একধাপ এগিয়ে গেছে। ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিক ম্যানচেস্টার সিটিকে পাত্তাই দেয়নি লিভারপুল। স্বাগতিকরা খেলেছে দলের মূল স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে বাইরে রেখে। প্রথমার্ধে ২ গোল করে সফরকারীরা। ১৪ মিনিটে মো. সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের ৩৭ মিনিটে সালাহর পাসে সভজলাই দ্বিতীয় গোলটি করেন।
ছবি- বিবিসি