জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনেই ছিল ১০০ মিটার স্প্রিন্টের লড়াই। ইমরানুর রহমানের অনুপস্থিতিতে এবার নতুন দ্রুততম মানব দেখার অপেক্ষায় ছিল দর্শকরা। তবে পুরনো দ্রুততম মানব মো. ইসমাইলই সেরা হলেন। গত তিন বছর তিনি ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুরের কাছে পরাস্ত হয়েছেন। এবার তার অনুপস্থিতির সুযোগটা কাজে লাগালেন। দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার। গতকাল থেকে শুরু হয়েছে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস। প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিল স্প্রিন্ট। সেই লড়াইয়ে দীর্ঘদিন পর সেরা হলেন নৌবাহিনীর ইসমাইল। তিনি ১০.৬১ সেকেন্ড টাইমিং করেছেন। একই দলের রাকিবুল ১০.৬৩ সেকেন্ড টাইমিং করে দ্বিতীয় হয়েছেন। ছেলেদের স্প্রিন্টে দারুণ লড়াই হয়েছে। রাকিবুল আশা জাগিয়েও শেষ মুহূর্তে সেরা হতে পারেননি। কঠিন লড়াইয়ের পর দ্রুততম মানব হয়ে ইসমাইল বললেন, ‘আবার দ্রুততম মানব হয়েছি, ভালো লাগছে। আমার কোচ, কাফি স্যারকে অনেক ধন্যবাদ। তিনি গত কয়েক মাস আমার জন্য অনেক পরিশ্রম করেছেন।’ পাশাপাশি পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। জাতীয় চ্যাম্পিয়নশিপে দ্রুততম হয়ে এবার ইসমাইলের আশা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাকেও পাঠানো হবে। গত কয়েক বছর সবখানেই বাংলাদেশের প্রতিনিধি ছিলেন ইমরানুর রহমান।
এদিকে মেয়েদের ১০০ স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন শিরিন আক্তার। নৌবাহিনীর এ অ্যাথলেট ১২.০১ সেকেন্ড টাইমিং করে সেরা হয়েছেন। একই দলের সুমাইয়া দেওয়ান ১২.১৫ সেকেন্ড টাইমিং করে দ্বিতীয় হন। দুই বছর আগে এই সুমাইয়ার কাছেই শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন শিরিন। জাতীয় ও গ্রীষ্মকালীন প্রতিযোগিতা মিলে ১৬ বারের দ্রুততম মানবী তিনি। এবার সেরা হয়ে শিরিন বলেন, ‘ট্র্যাকে প্রতিদ্বন্দ্বিতা করেই পদক জিততে হয়। আমি সামনেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এ সাফল্যে কোচ আবদুল্লাহ হেল কাফীরও অবদান রয়েছে।’ জাতীয় পর্যায়ে অপ্রতিরোধ্য শিরিনের চোখ এবার এসএ গেমসের পদকে। গতকাল জাতীয় রেকর্ড গড়ে শটপুটে সোনার পদক জয় করেন নৌবাহিনীর গোলাম সরোয়ার (১৫.৫০ মিটার)। গত বছর ১৪.৮৯ মিটার অতিক্রম করে রেকর্ড গড়েছিলেন গোলাম সরোয়ারই। প্রথম দিনে ১২টি ইভেন্টে লড়াই হয়েছে। এর মধ্যে ৭টিতে সোনার পদক জয় করেছে নৌবাহিনী। ৫টিতে সেনাবাহিনী সোনা জয় করেছে। এদিকে গতকাল জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবারের প্রতিযোগিতায় ২৪টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার দলসহ মোট ৪১টি দল অংশ নিচ্ছে। ৪৪৫ জন অ্যাথলেট বিভিন্ন ইভেন্টে লড়াই করবেন। এর মধ্যে ৩৩৮ পুরুষ ও ১০৭ জন নারী।