টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। বয়সভিত্তিক এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে এবার দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করল তারা। রবিবার কুয়ালালামপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার ৮২ রান ১১.২ ওভারেই টপকে গেছে ভারতীয় মেয়েরা। এর আগে ২০২৩ সালের ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল ভারতের মেয়েরা। গতকাল টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার জেমির ১৬, মিকির ২৩ এবং ফে কাউলিংয়ের ১৫ রানের সুবাদে শেষ বলে ৮২ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়া মেয়েরা। ভারতের পক্ষে তৃষা ৩টি, শুক্লা ও ভাইসনাভী শর্মা ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে কমলিনী ৮, তৃষার অপরাজিত ৪৪ ও সানিকার ২৬ রানের ওপর ভর করে ৯ উইকেটের জয় পায় ভারত। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতল ভারতীয় মেয়েরা।