ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়টা একেবারেই একতরফা বানিয়ে ফেলল লিভারপুল। দুর্দান্ত পারফরম্যান্সে লিগ টেবিলের শীর্ষে ইংলিশ দলটি। দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে শীর্ষ গোলদাতা মোহাম্মদ সালাহর দল। শনিবার বোর্নমাউথের মাঠে ২-০ গোলে জিতেছে লিভারপুল। দলের হয়ে জোড়া গোল করে লিগ ইতিহাসে আরেকটি মাইলফলকের আভাস দেন সালাহ। যা ইউরোপে সব দল মিলিয়ে এ মিসরীয় তারকার ৩০১তম গোল। আর লিভারপুলের জার্সিতে তার গোলসংখ্যা এখন ২৩৬। এবার ২৩ ম্যাচ খেলে ২১ গোল করে শীর্ষ গোলদাতা তিনি। এ ছাড়া ১৩টি গোলেও সহযোগিতা করেছেন সালাহ। এবার শীর্ষ গোলদাতাদের মধ্যে তার পরেই আছেন ২৩ ম্যাচে ১৮ গোল করা আর্লিং হলান্ড।
এ নিয়ে লিভারপুলের হয়ে ৫ মৌসুমে লিগে ২০টির বেশি গোল করলেন সালাহ। এর আগে ২০১৭-১৮ (৩২), ২০১৮-১৯ (২২), ২০২০-২১ (২২), ২০২১-২২ (২৩) মৌসুমে এ কীর্তি গড়েছিলেন সালাহ।
শনিবার প্রিমিয়ার লিগের জোড়া গোলে ১৭৮টি গোল করে চেলসি লিজেন্ড ফ্রাংক ল্যাম্পার্ডকে টপকে শীর্ষ ছয়ে উঠলেন ইজিপশিয়ান। ২৩ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ৪৭ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আর্সেনাল ও নটিংহ্যাম ফরেস্ট।