টানা আট জয়। এরপর ছয় দিনের বিরতি। ছন্দ হারিয়ে ফেলেন নুরুল হাসান সোহান, সাইফ হাসানরা। প্রায় সপ্তাহ বিরতির ধাক্কা কাটিয়ে মাঠে ফিরলেও মোমেন্টাম ফিরে পায়নি রংপুর রাইডার্স। ফিরে পায়নি বলে হারের বৃত্ত ভাঙতে পারেনি সোহান বাহিনী। টানা আট জয়ের পর টানা তিন হার। গতকাল দুপুরে চিটাগং কিংসের কাছে ৫ উইকেটে হেরে পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে এসেছে রংপুর রাইডার্স। চিটাগংকে জয় উপহার দেন হায়দার আলি টানা ৪ ছক্কায় ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে। ঢাকা ক্যাপিটালসকে গুঁড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। ১৪ বল হাতে রেখে সহজ জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চট্টগ্রাম কিংস। ক্ষণ গুনছে বিপিএলের প্লে অফ খেলার। কোয়ালিফাইয়ার্স খেলতে রংপুরকে আজ দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে জিততেই হবে। জিতলে টিকে থাকবে শীর্ষ দুইয়ে। হেরে গেলে অপেক্ষায় থাকতে হবে সমীকরণের মারপ্যাচের।
চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে হেরে অপরাজিত থাকার রেকর্ড ভাঙে রংপুর। ঢাকায় ফিরে মাঠে নামলেও মিকি আর্থারের শিষ্যরা ছন্দ খুঁজে পাননি। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে গড়া দুর্বার রাজশাহীর কাছে হেরে ঢাকা পর্ব শেষ করে। গতকাল হারে চিটাগংয়ের কাছে। আগের দুই ম্যাচে দলটির পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ খেলেছিলেন। চেষ্টা করেন হার এড়াতে। গতকাল ব্যাটিং ও বোলিংয়ে তার অভাব টের পেয়েছে সোহান বাহিনী। খুশদিল শুধু রংপুর নয়, বিপিএলের চলতি আসরের সেরা অলরাউন্ডার। ১০ ম্যাচের ৮ ইনিংসে রান করেছেন ২৯৮। স্ট্রাইক রেট ১৭৫.২৯। হাফ সেঞ্চুরি ২টি। বাউন্ডারি ১৮টি এবং ছক্কা ২৪টি। উইকেট নেন ১৭টি। এমন একজন ক্রিকেটারের অভাব অপূরণীয়। খুশদিল গত পরশু ঢাকা ছাড়েন পাকিস্তান জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে ঢাক পেয়ে। যদিও খুশদিলের সঙ্গে রংপুরের চুক্তি ছিল বিপিএলের ফাইনাল পর্যন্ত। ফাইনাল ৭ ফেব্রুয়ারি। গতকাল ৫ উইকেটে হারের পর দলটির ওপেনার সাইফ হাসান স্বীকার করেছেন মোমেন্টাম হারানোর বিষয়টি। তিনি বলেন, ‘আমরা এখনো মোমেন্টাম ফিরে পাইনি। মোমেন্টাম ফিরে পেতে চেষ্টা করছি।’ রাজশাহীর কাছে টানা দুই হারের পর মোমেন্টাম হারানোর কথা জানিয়েছিলেন রংপুরের কোচ মিকি আর্থারও।
মাঘ মাসের কুয়াশা ভেজা উইকেটের সুবিধা আদায়ে টস জিতে ফিল্ডিং নেন চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দলটির নিয়ন্ত্রিত বোলিংয়ে রংপুর এক পর্যায়ে ১২.২ ওভারে ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। ইনজুরি কাটিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা সৌম্য সরকার ১৭ বলে ২৩ রান করেন ২ চার ও এক ছক্কায়। ফের ব্যর্থ ক্যারিবিয়ান ওপেনার স্টিভেন টেইলর। রান পাননি ধারাবাহিক দুই ক্রিকেটার সোহান ও সাইফ। ৬৮ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেট জুটিতে দলকে টেনে নিয়ে যান পাকিস্তানের ইফতিখার আহমেদ ও শেখ মেহেদি। দুজনে ষষ্ঠ উইকেট জুটিতে ৭.৪ ওভার বা ৪৬ বলে যোগ করেন ৭৫ রান। ইফতিখার ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ৪৭ বলে ৭ চার ও ৩ ছক্কায়। মেহেদি ২২ রানের অপরাজিত থাকেন। টার্গেট ১৪৪ রান। চিটাগংকে ষষ্ঠ জয় উপহার দেন পারভেজ হোসেন ইমন ও পাকিস্তানি ব্যাটার হায়দার আলির আগ্রাসি ব্যাটিংয়ে। পারভেজ ৪১ রান করেন ৪৩ বলে ২ চার ও ২ ছক্কায়। হায়দার ৪৮ রানের ইনিংস খেলেন মাত্র ১৮ বলে। স্ট্রাইক রেট ২৬৬.৬৬। ১৮ বলে জয়ের জন্য চিটাগংয়ের যখন দরকার ২০ রান। তখন ১৮তম ওভারে টানা চার ছক্কা মেরে জয় নিশ্চিত করেন হায়দার।