চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় পর্ব। গতকাল বিরতির পর আজ থেকে ফের শুরু হচ্ছে লড়াই। ফরচুন বরিশাল ও চিটাগং কিংস চলমান আসরে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে। এ ছাড়াও দিনের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে দুর্বার রাজশাহী-খুলনা টাইগার্স।
এবারের বিপিএলে রংপুর রাইডার্স অপ্রতিরোধ্য এক দল। টানা আটটি ম্যাচ জয় করেছে তারা। বাকি সব দলই একাধিক ম্যাচে পরাজিত হয়েছে। তবে বাকি ছয় দলের মধ্যে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসই সবচেয়ে কম ম্যাচে হেরেছে (২টি করে)। রংপুর রাইডার্সের পর এ দুটি দলকেই ফেবারিট ধরা হচ্ছে। এখনো পর্যন্ত ব্যাটে-বলে নিজেদেরকে প্রমাণ করেছেন এ দুটি দলের ক্রিকেটাররা। আজ চিটাগং-বরিশালের লড়াই দেখবেন চট্টগ্রামের সমর্থকরা। পয়েন্ট তালিকায় ৬ ম্যাচে ৮ পয়েন্ট করে সংগ্রহ করেছে দুটি দলই। তবে রানরেটে এগিয়ে থাকায় দুই নম্বরে আছে ফরচুন বরিশাল। তিন নম্বরে চিটাগং কিংস।
ফরচুন বরিশাল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, ডেভিড মালান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবীরা মিলে এক দারুণ দল গড়ে তুলেছেন। রংপুর রাইডার্স ছাড়া বাকি সব প্রতিপক্ষকেই পরাজিত করেছে বরিশাল। ডেভিড মালান গতকাল বলেছেন, আমাদের দলে অনেক ভালো ভালো ক্রিকেটার আছেন। সুযোগ পাওয়াটাই তো কঠিন। তামিম ইকবালের নেতৃত্বেরও প্রশংসা করেছেন এই ইংলিশ ক্রিকেটার। ফরচুন বরিশালের শিকার হতে পারে এবার চিটাগং কিংস! নাকি উল্টোটা ঘটতে যাচ্ছে? চিটাগং কিংসের উসমান খান, গ্রাহাম ক্লার্কদের পাশাপাশি মিথুন, নাঈম, শামী, ওয়াসিম, এলিসরাও দারুণ পারফর্ম করছেন। তাছাড়া সাগরিকা স্টেডিয়ামের গ্যালারির সমর্থনও পাচ্ছে দলটা।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। প্লে-অফে খেলার যুদ্ধে এ দুটি দলের মধ্যে কঠিন লড়াই চলছে। দুর্বার রাজশাহী ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে। তারা ৭ ম্যাচ খেলেছে ৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে খুলনা। আজ জিতলে খুলনা শীর্ষ চারে ওঠে আসবে। অবশ্য এখনই চূড়ান্ত করে বলার সুযোগ আসেনি। রংপুর রাইডার্স ছাড়াও কোনো দলেরই শীর্ষ চারের স্থান নিশ্চিত নয়। সামনের প্রতিটা ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ। হারলেই বিদায়ের শঙ্কায় থাকতে হবে।