ঢাকার পর সিলেট পর্বও শেষ। আগামীকাল শুরু চট্টগ্রাম পর্ব। ২৬ জানুয়ারি ঢাকায় শুরু হবে বিপিএলের চূড়ান্ত পর্ব। ঢাকা ও সিলেট পর্ব শেষে ৭ ম্যাচে টানা জয়ে ১৪ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে রংপুর রাইডার্স। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ না পেয়ে টর্নেডো গতিতে সেঞ্চুরি করেছেন লিটন দাস। দুই পর্বের বিপিএল শেষে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে পারফরম্যান্স করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটিং ও বোলিংয়ে শীর্ষ স্থান দুটি স্থানীয় ক্রিকেটারদের দখলে। ৬ ম্যাচে ২৫১ রান করে সবার ওপরে সিলেট স্ট্রাইকার্সের উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান। দুর্বার রাজশাহীর ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ ১৪ উইকেট নিয়ে সবার ওপরে। ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে ১৯ রানে ৭ উইকেট নিয়ে বিপিএলের রেকর্ড গড়া পারফরম্যান্স করেছেন তাসকিন। আসরে শেষ হওয়া ২০ ম্যাচে সেঞ্চুরি হয়েছে পাঁচটি। ঢাকার লিটন ও তানজিদ হাসান তামিম জোড়া সেঞ্চুরি করেন। পয়েন্ট টেবিলের সবার তলানির দল ঢাকার তিন ব্যাটার লিটন, তানজিদ তামিম ও থিসারা পেরেরা সেঞ্চুরি করেছেন আসরে। বাকি দুই সেঞ্চুরিয়ানের একজন রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস ও চিটাগং কিংসের উসমান খান।
ফরচুন বরিশালের বিরুদ্ধে জিততে রংপুর রাইডার্সের দরকার ছিল শেষ ওভারে ২৬ রান। বরিশালের ক্যারিবীয় পেসার কাইলি মেয়ার্সের ওভারে ৩ ছক্কা ও ৩ চারে ৩০ রান তুলে রংপুরকে অবিশ্বাস্য জয় উপহার দেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ম্যাচে ৭ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসটির স্ট্রাইক রেট ছিল ৪৫৭.১৪। যা বিপিএলের রেকর্ড। আসরে ১৬টি করে ছক্কা মেরেছেন তানজিদ হাসান তামিম, ইয়াসির আলি রাব্বি ও খুশদিল শাহ। সিলেট ৬ ম্যাচে জিতেছে ২টি এবং হেরেছে ৪টি। দলটির জাকির তিন হাফ সেঞ্চুরিতে ১৪৯.৪০ স্ট্রাইক রেটে রান করেছেন ২৫১। ছক্কা মেরেছেন ১৪টি। কিংসের পাকিস্তানি ব্যাটার উসমান খান চার ইনিংসে এক সেঞ্চুরিতে ১৭১.৭২ স্ট্রাইক রেটে রান করেছেন ২৪৯। রান সংগ্রহের শীর্ষ পাঁচজনের চারজনই স্থানীয়। ঢাকার বাঁহাতি ওপেনার তানজিদ তামিম এক সেঞ্চুরিতে ২৪৬, লিটন ২৪০ ও রংপুরের ওপেনার সাইফ হাসান করেছেন ২২৮ রান।
বোলিংয়ে শীর্ষ ছয় বোলারের পাঁচজনই বাংলাদেশের। রংপুরের পাকিস্তানি স্পিনার খুশদিল শাহ ৭ ম্যাচে ৯ উইকেট নিয়ে রয়েছেন ৪ নম্বরে। ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে রাজশাহীর তাসকিন সবার ওপরে। ১১টি করে উইকেট নিয়েছেন খুলনা টাইগার্সের বাঁহাতি পেসার আবু হায়দার রনি ও সিলেট স্ট্রাইকার্সের তানজিম হাসান। ৯টি করে উইকেট নিয়েছেন ‘স্পিড স্টার’ নাহিদ রানা ও শেখ মেহেদি হাসান। খুশদিল, নাহিদ ও মেহেদি- তিনজনই রংপুর রাইডার্সের সদস্য।