শুধু ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পেলেন না সাকিব আল হাসান। গত দেড় দশকে টিম ম্যানেজমেন্ট দেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে একজন অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের স্কোয়াডের জন্য বাঁ হাতি স্পিন অলরাউন্ডারকে একজন অলরাউন্ডার হিসেবে বিবেচনায় রেখেছিল নির্বাচক প্যানেল। গতকাল মিরপুরে মিডিয়ার মুখোমুখিতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ব্যাখ্যা দিয়েছেন, কেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেওয়া হয়নি সাকিবকে। অবশ্য দেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তির বাদ পড়া নিয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যাও দেননি, ‘বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যায় আছেন সাকিব, সেখান থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষা (দুবার) দিয়েছিলেন। দুঃখজনকভাবে ফলটা নেতিবাচক হয়েছে। এর ফলে তিনি একজন ব্যাটসম্যান হিসেবেই শুধু খেলতে পারবেন। দল নির্বাচনের প্রক্রিয়ায় তাই সাকিবের অবস্থান শুধু ব্যাটসম্যান হিসেবে আমাদের কাছে ছিল। এজন্যই ১৫ জনের স্কোয়াডে আমরা জায়গা দিতে পারিনি।’ গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেখানে শুধু সাকিব নন, তামিমকেও বিবেচনায় আনেনি নির্বাচক প্যানেল।
গত বছর কাউন্টি ক্রিকেটে সারের পক্ষে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তার বোলিং নিষিদ্ধ করে। এরপর সাকিব দুবার বোলিং অ্যাকশন পরীক্ষা দেন। পাস করেননি। ফলে সাকিবকে শুধু একজন ব্যাটার হিসেবেই খেলতে হচ্ছে। ব্যাটার সাকিবকে খেলার কোনো আগ্রহ দেখাননি নির্বাচক প্যানেল। সাকিব ২০০৬ থেকে নিয়মিত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন। তাকে ছাড়া বাংলাদেশ কখনোই কোনো বৈশ্বিক ট্রফি খেলেনি। অবশ্য তামিম সর্বশেষ ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপ খেলেননি। তামিম প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘তামিমের মতো একজন ক্রিকেটার পেলে দল অনেক উপকৃত হতো। তিনি ভালো ছন্দে ছিলেন। আমরা তাকে মিস করলাম। আমাদের আশা ছিল, হয়তো এই টুর্নামেন্ট খেলবেন। অবশ্য, এটি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট তাকে মিস করবে। তিনি দলে থাকলে দল উপকৃত হতো। টপ অর্ডার উপকৃত হতো।’ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি। ভারতের খেলাগুলো হবে দুবাইয়ে। বাকি খেলাগুলো হবে পাকিস্তানে। নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। নাজমুল বাহিনীর প্রথম ম্যাচ দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি ম্যাচ দুটি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে।