স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও এল ক্লাসিকো উন্মাদ। কেননা টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে এল ক্লাসিকোর জন্য মঞ্চ তৈরি করেছিল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। তাই ফাইনালে ফুটবলপ্রেমীরাও চাচ্ছিল রিয়াল মাদ্রিদকে। সমর্থকদের হতাশ করেনি রিয়াল। এবার সেই মঞ্চটা পূর্ণ করল বেলিংহ্যাম ও রদ্রিগোরা। গতকাল সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করল কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। ফলে আগামীকাল মরুদেশ সৌদি আরবের জেদ্দায় এবার দেখা যাবে এল ক্লাসিকো। এ নিয়ে পরপর তিনবার সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো গড়াল। ২০২৩ সালের ফাইনালে জিতেছিল বার্সেলোনা।
২০২৪ সালে ভিনিসাস জুনিয়রের হ্যাটট্রিকে ৪-১ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। আগামীকাল স্প্যানিশ সুপার কাপের এল ক্লাসিকো ফাইনালে রিয়ালের মুখোমুখি হবে রেকর্ড ১৪ বারের বিজয়ী বার্সেলোনা। এদিন জিততে পারলে এ শিরোপা জয়ের হিসাবে চিরপ্রতিদ্বন্দ্বীদের পাশে বসবে রিয়াল (১৩)। প্রথমার্ধে ম্যাচে শুরু থেকে দাপট দেখিয়েছিল রিয়াল। ৬৩ মিনিটে প্রথম গোল পান জুড বেলিংহ্যাম। ৯২ মিনিটে ১টি আত্মঘাতী গোল হয়। ৯৫ মিনিটে রদ্রিগো শেষ গোলটি করে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকোর মঞ্চ তৈরি করেন।