বিপিএল চলছে সিলেটে। জমজমাট ক্রিকেট উপভোগ করছেন ক্রিকেটপ্রেমীরা। দুরন্ত ক্রিকেট খেলছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। ক্রিকেটপ্রেমীরা পুরোপুরি মজে আছেন ক্রিকেটের চার-ছক্কায়। তখন অনেকটাই আড়ালে ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে চলছে বিশ্বাস-অবিশ্বাসের খেলা! দিন কয়েক আগে মিডিয়ার মূল আলোচনায় উঠে আসে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের ইগো দ্বন্দ্ব। দুজনের সম্পর্ক ফাটলের সংবাদ দেশবাসী জেনে যায় দুজনের মন্তব্যে। এরপর সময় পেরিয়েছে। বিসিবির বর্তমান কমিটির দুই প্রভাবশালী ব্যক্তির শীতল সম্পর্ক এখন উষ্ণ কি না, ক্রিকেটপ্রেমীরা জানতে উদ্গ্রীব। এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন কোনো মন্তব্য করতে রাজি নন। বিসিবি সভাপতি কথা বলেননি। নাজমুল আবেদীনের সেল ফোন বন্ধ। যদিও ক্রিকেট বোর্ডের এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিসিবি সভাপতি ফারুক ও পরিচালক নাজমুল দুজনেই নিজেদের মধ্যে বৈঠক করে সমাধান করে নিয়েছেন। শুধু তাই নয়, দুজনে ক্রিকেট উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতি দিয়েছেন। দুই সাবেক ক্রিকেটার বৈঠক করেছেন ঠিকই, সত্যিই কি দুজনের মাঝে যে ফাটল ধরেছে, ইগো নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা দূর হবে? আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের ক্ষমতায় এখন অন্তর্বর্তী সরকার। পরিবর্তন হয়েছে বিসিবির কার্যক্রমেও। নাজমুল হাসান পাপন সভাপতির দায়িত্ব ছেড়ে দেন। ২১ আগস্ট বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক। দায়িত্ব নিলেও বিসিবির ২১ পরিচালকের ১১ জন পদত্যাগ করেছেন, কিংবা পদচ্যুত হয়েছেন। ফলে বিসিবির বর্তমান কমিটি পরিচালিত হচ্ছে ১০ জন দিয়ে। তাঁরা এক-একজন দু-তিনটি স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পালন করে কার্যক্রম পরিচালনা করছেন। কিছুদিন আগে পরিচালনা পর্ষদের সভা শেষে বিসিবি সভাপতি মিডিয়ার মুখোমুখিতে স্পষ্ট করে জানান, আগামী এক সপ্তাহের মধ্যে স্ট্যান্ডিং কমিটির নাম ঘোষণা করবেন। এক সপ্তাহ পেরিয়েছে। কিন্তু নাম ঘোষণা করেননি স্ট্যান্ডিং কমিটির। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি কিংবা সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন কোনো মন্তব্য করতে রাজি হননি। শোনা যায়, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পালন করতে চেয়েছেন। বিসিবিসূত্র জানাচ্ছেন, নাজমুল আবেদীন ক্রিকেট অপারেশনস ছাড়াও ওমেন্স উইংসের কাজ করছেন। বিসিবি পরিচালকদের মধ্যে ফাহিম সিনহাও কাজ করছেন। বাকি পরিচালকদের কার্যক্রম তেমন নজর কাড়ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক জানান, স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত। এখন শুধু ঘোষণার অপেক্ষা। বিসিবির ইতিহাসে এই প্রথম স্ট্যান্ডিং কমিটির নামগুলো জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হয়েছে। সেখানে চূড়ান্ত হলেই ঘোষণা করবে বিসিবি।
শুধু এসব বিষয় নিয়ে নয়, বিসিবি এখনো চূড়ান্ত করেনি ভবিষ্যতে নতুন পরিচালক নেওয়ার বিষয়। অক্টোবরে শেষ হবে বিসিবির বর্তমান কমিটির কার্যক্রম।