মাহমুদা, তুমি কিন্তু— চাইলেই পার। এই যে কিচেন ভরা
চাল, ডাল, মাছ, মাংস, তরিতরকারি যতটা যা দরকারি,
এর আগে কখনোই পারনি বাজার থেকে কিনতে, অথচ
ঘরময় এখন জ্বলছে আলো নিরবচ্ছিন্ন, কে বলে আনাড়ি
তুমি, নও মোটেই দক্ষ সংসারী? আয়-রোজগার কিন্তু— সেই
আগের মতোই, তো কী করে পার! এত দিন বলেছ চেঁচিয়ে
চেঁচিয়ে : পেঁয়াজ নেই, রসুনে ঘাটতি, চিনিটাও শর্ট, তাই,
পাশের বাসার বউদির কাছে চেয়েচিন্তে আনতে। এ-নিয়ে
কম কথা শোনাত সে! আজকাল তার ধার আর বলো, ধার?
কী সুন্দর বাজার সামলাও, বাঃ, চাইলেই তুমি কিন্তু পার!