প্রতি বছরের মতো এবারও কুয়েতের মোসরেফে অনুষ্ঠিত হচ্ছে ১৩তম আন্তর্জাতিক হোরেকা মেলা ২০২৫। ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ১৩তম আন্তর্জাতিক হোরেকা মেলার এই আয়োজন শেষ হবে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার।
হসপিটালিটি সার্ভিসেসের বিজনেস টু বিজনেসের ক্ষেত্রে কুয়েতে সর্ব বৃহত্তম মেলা এটি। বিশেষ করে হোটেল, রেস্টুরেন্ট এবং ক্যাফে এই তিন সেক্টরের সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান এই মেলায় মুখ্য ভূমিকা পালন করে। শেরাটন, মেরিডিয়ান, মিলেনিয়াম, ক্রাউন প্লাজাসহ কুয়েতের সকল পাঁচ তারকা হোটেলগুলো অংশ নেয়।
মেলায় হসপিটালিটি সার্ভিসেসের পেশাদারিত্বের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় অংশ নেয় দেশটিতে ফুড এবং হোটেল সেক্টরে কর্মরতরা। বিজয়ীদের ভাগ্যও পরিবর্তন হয়। এছাড়াও ক্যাটারিং, লন্ড্রি সরঞ্জাম, পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণসহ খাদ্যসম্পর্কিত সেক্টরের নেতৃস্থানীয় কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তিসহ পরিষেবা প্রদর্শন করাতে এই মেলায় অংশ নেয়।
পর্যটন খাতের প্রচারণা ও প্রসার ঘটাতে কুয়েতে প্রতি বছর আয়োজন করা হয় আন্তর্জাতিক হোরেকা মেলার। মেলা পরিদর্শন করেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, ক্রিকেট এসোশিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ।
বিডি প্রতিদিন/আরাফাত