রাজধানীর ভাটারা এলাকায় উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তাকে ব্ল্যাকমেইল করে মারধর ও জোরপূর্বক ৬০ লাখ চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আগামীকাল শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গ্রেপ্তাররা হলেন- নাজমুন নাহার সুখী (২৮), কামরুন নাহার আঁখি (৩২), রুমানা ইসলাম স্মৃতি (৫০) ও মো. সাফাত ইসলাম লিংকন (২৫)। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটরা থানার উপপরিদর্শক (এসআই) এস এম রুবেল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গ্রেপ্তারদের বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে। এরা অনেক ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে আসছিলেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ভুক্তভোগীর দেওয়া ১৫ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।