'ছাত্র-জনতার হত্যাকারীরা’ লুকিয়ে আছে—এমন কথা রটিয়ে ‘মব’ সৃষ্টি করে ঢাকার গুলশানে একটি বাড়িতে লুটপাটের ঘটনায় কথিত জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির স্বঘোষিত সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার ও তার ছেলে শাকিল খন্দকারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার অন্য আসামি হলেন কথিত সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন।
ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিস সওদাগর অ্যানি সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহের আদালতে এ মামলা করেন।
আসামি তিনজনই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
বিচারক বাদীর জবানবন্দি শুনে গুলশান থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
মামলার বাদী ইলতুৎমিস সওদাগর বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতদিন দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে দলের নাম ভাঙিয়ে কেউ কোনো অপরাধ করলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।”
মামলার অভিযোগে বলা হয়, জাতীয়তাবাদী চালক দল নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোনো অঙ্গসংগঠন নেই।
“আসামিরা গত ৪ মার্চ তাদের মনগড়া কাহিনি তৈরি করে প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম এর তালাকপ্রাপ্ত স্ত্রীর বাসায় অনধিকার ও বেআইনি অনুপ্রবেশ করে ব্যাপক লুটপাট চালায়। এ খবর দেশব্যাপী ছড়িয়ে পড়ে। আসামিরা একটি ভুয়া সংগঠন জাতীয়তাবাদী চালক দল জালিয়াতির মাধ্যমে সৃজন করে এই ব্যানারে তারা বিভিন্ন জায়গায় বেপরোয়া চাঁদাবাজি ও লুটপাট চালাতে থাকে। প্রতারণামূলকভাবে ভুয়া দল সৃষ্টি করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তৎপর এই স্বঘোষিত দল।'
বিডি প্রতিদিন/জুনাইদ