নারায়ণগঞ্জে তিনটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে ৪ দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত শুনানি শেষে এই ঘোষণা দেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যা ও বিস্ফোরকের তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার চার দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
প্রসঙ্গত, ৬ আগস্ট বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে পলককে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন