১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন এবং তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।
গত ৩১ জানুয়ারি হতে ৪ ফেব্রুয়ারি সৌদি আরবের মক্কায় বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী অংশগ্রহণ করে। গ্রুপ ভিত্তিক এ প্রতিযোগিতায় নৌবাহিনীর পাঁচ সদস্য অংশগ্রহণ করে এবং দু’টি ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করে।
পবিত্র কোরআন এর ‘১০-পারা গ্রুপ-এ নৌবাহিনীর গোলাম রব্বানী এবং ‘৩-পারা গ্রুপ-এ মো. সাব্বির আহমেদ রৌপ্য পদক অর্জন করেন।
গত রবিবার (৯ ফেব্রুয়ারি) মক্কাতুল মকাররমা হিলটন কনভেনশন হলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রতিযোগিতা সমাপ্ত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত