বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বিদেশে বাংলাদেশের বন্ধু থাকলেও কোনো প্রভু থাকবে না।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত ভাষা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান অপ্রতিরোধ্য বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাংবাদিকতা করার আহ্বান জানান জামায়াত সেক্রেটারি।
তিনি বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের আসল মাস্টারমাইন্ড আন্দোলনের শহীদ এবং গাজীরা।’
গোলাম পরওয়ার আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘এদেশের সকল গণবিপ্লব-গণঅভ্যুত্থানে জনগণের পাশে ছিল জামায়াতে ইসলামী। কিন্তু ইতিহাস বিকৃতির মাধ্যমে জামায়াতের অবদানকে সবসময় খাটো করা হয়।’
বিডি প্রতিদিন/জুনাইদ