বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, "বিতর্কিত ট্রাইব্যুনাল গঠন করে ফ্যাসিস্ট হাসিনা সরকার জামায়াতের শীর্ষ নেতাদের ফরমায়েশি রায়ে হত্যা করেছে। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে, তারা ৩ কিলোমিটার দূর থেকে দেখে সাক্ষ্য দিয়েছে! এ জাতীয় উদ্ভট সাক্ষীদের সাক্ষ্য গ্রহণকারীদেরও আইনের আওতায় আনতে হবে। অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, নচেৎ দেশে যে পরিস্থিতি সৃষ্টি হবে, তা কেউ ঠেকাতে পারবে না।"
সমাবেশে আরও বক্তব্য রাখেন: কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া (ফেনী-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী), জেলা জামায়াতের সাবেক আমীর একেএম সামছুদ্দিন, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ. ন. ম. আবদুর রহিম, জেলা জামায়াত নেতা আবু বক্কর সিদ্দিক মানিক, জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলাল, ফেনী পৌর ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক, সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মো. মোস্তফা, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফারুক ভূঁইয়া আজাদ।
সমাবেশ শেষে মিজান রোড থেকে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি ফেনীর মিজান রোড, কলেজ রোড, ট্রাংক রোড, এসএসকে রোড ও মহিপাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী অংশ নেন।
বিডি প্রতিদিন/আশিক