চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ওপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা চব্বিশের অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। জোর করে আন্দোলন দমন গণতান্ত্রিক পরিবেশের পথ সুগম করবে না।
ইবতেদায়ীর শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছে জাতীয় নাগরিক কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ জানুয়ারি থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত শিক্ষকেরা জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। কিন্তু শনিবার পর্যন্ত রাষ্ট্রের কোনো দায়িত্বশীল প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেননি, যা চরম অবহেলার বহিঃপ্রকাশ। সর্বশেষ রবিবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে রাজধানীর শাহবাগে সম্মানিত শিক্ষকদের আন্দোলনে হামলা করেছে, তা চব্বিশের অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। জাতীয় নাগরিক কমিটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
দাবি আদায়ে আন্দোলন করার অধিকার সবার আছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের উচিত তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানের পথ খুঁজে বের করা। কোনোভাবেই পুলিশ দিয়ে জোরপূর্বক আন্দোলন দমন গণতান্ত্রিক পরিবেশের পথ সুগম করবে না। জাতীয় নাগরিক কমিটি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও বাহিনীগুলোকে সংস্কারের আহ্বান জানিয়ে আসছে। সেই সঙ্গে দ্রুত শিক্ষকদের দাবি আমলে নিয়ে শান্তিপূর্ণ সমাধান করার আহ্বান জানিয়েছে।
শাহবাগে ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড, লাঠিপেটা, আহত ৬ রবিবার রাজধানীর শাহবাগে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ীর শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় পুলিশকে লাঠিপেটা করতে দেখা গেছে। এতে এক নারী শিক্ষকসহ ছয়জন আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত