কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেছেন, সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষ এটাকে কিন্তু কোনোভাবেই মেনে নেবে না।
রবিবার দুপুরে মিরপুর সাড়ে এগার নম্বর বাসস্ট্যান্ডে এম ডি সি মডেল ইনস্টিটিউট এন্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার আহ্বান করেছি, আপনারা সংস্কারের কথা বলছেন, আমরাও বলছি। আসুন আমরা সকলে মিলে ঐক্যমতের ভিত্তিতে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে চলমান যে সংকট রয়েছে, আমরা তার সংস্কার করি। রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই আমরা সংস্কার করতে চাই। সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের মাধ্যমেই বাংলাদেশ নতুনভাবে পুনর্গঠন হবে।
গত ৫ আগস্টের পরেও আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্ব-স্ব পদে বসে আছে উল্লেখ করে তিনি সরকারের উদ্দেশে বলেন, আমাদের এখনো দেখতে হচ্ছে, আওয়ামী লীগের দোসররা তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই আওয়ামী স্বৈরাচারের ষড়যন্ত্রকারীদের নির্মূল করতে হবে। তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। নইলে বাংলাদেশের সাধারণ মানুষ বাঙালি জাতি আপনাদের কাউকেই ক্ষমা করবে না।
আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে দেড় লাখেরও বেশি মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। এই সময়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম, খুন ও হত্যার স্বীকার হয়েছে। গত জুলাই আগস্টের আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে।
দখলের নামে বিএনপি চাঁদাবাজি করছে, দখলদারি করছে বলে একটি দলের অভিযোগের জবাবে বিএনপির এই নেতা বলেন, আপনারা প্রমাণ করে দেখান বিএনপি কোথায় এসে চাঁদাবাজি-দখলদারি করছে। এটা আপনাদের বানানো একটা খেলা। এটা আমরা বুঝি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপির কোনো নেতাকর্মীর চাঁদাবাজি দখলদারি করার সুযোগ নেই। বিএনপির নামে চাঁদাবাজি দখলদারি ও লুটতরাজের কথা এটা সম্পূর্ণ বানানো এবং ফেইক।
এ ছাড়া কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। এতে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হুসাইন খান।
বিডি প্রতিদিন/এমআই