গুরুতর অসুস্থ বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা, অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহসভাপতি ও সাবেক এমপি এস এ খালেককে দেখতে হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এস এ খালেককে দেখতে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম।
এর আগে, ১ জানুয়ারি এস এ খালেককে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার রাতে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়। এস এ খালেক দীর্ঘদিন ধরে নানান জটিল রোগে ভুগছেন বলে জানা গেছে।
এস এ খালেকের পরিবার ও দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
এস এ খালেক অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন।
বিডি প্রতিদিন/কেএ