বালিয়াডাঙ্গীতে বাঁশঝাড় থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় খায়রুন আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাঁশঝাড়ের পাশে একটি ভুট্টা খেত থেকে পাওয়া গেছে নিহতের জুতা। গতকাল সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, এক সপ্তাহ আগে খায়রুন আক্তারের স্বামী তাজমুল ইসলাম ধান কাটার কাজে কুমিল্লায় গেছেন। গতকাল ভোরে খায়রুনকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তার বৃদ্ধা শাশুড়ি ও প্রতিবেশীরা। পরে ভুট্টা খেতে জুতা এবং মাটির দাগ দেখে বাঁশঝাড়ে লাশ খুঁজে পান তারা।
খায়রুনের ভাই আলমগীর জানান, ২০১৭ সালে খায়রুনের বিয়ে হয়। এখনো সন্তান না হওয়ায় সামান্য কলহ চলছিল। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি তার। খায়রুনের শাশুড়ি বলেন, কখন খায়রুনকে বাইরে নিয়ে গেছে বলতে পারছি না। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সুপার ও সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।