পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের পক্ষ থেকে পাঁচ প্রতিনিধির স্মারকলিপি পৌঁছানো হয়েছে বিজিবি মহাপরিচালকের কার্যালয়ে। এর আগে গতকাল পিলখানার ৪ নম্বর গেটের সামনে পূর্বঘোষিত কর্মসূচি পালন করে পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের শতাধিক সদস্য। এদিকে এ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিডিআর গেটে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়। ফলে আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা জিগাতলার আশপাশে অবস্থান নেন। চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। তবে বিজিবি মহাপরিচালকের অনুপস্থিতিতে বিডিআর সদস্যদের পক্ষ থেকে পাঁচ প্রতিনিধির স্মারকলিপি তার কার্যালয়ে পৌঁছানো হয়েছে- এমন আশ্বাসে তাদের কর্মসূচি স্থগিত করে পিলখানার ৪ নম্বর গেটের সামনে থেকে সরে যান।
চাকরিচ্যুত বিডিআর সদস্য তারেক আজিজ বলেন, আমরা সশরীরে স্মারকলিপি দিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তবে স্মারকলিপি গ্রহণ করে তা ডিজি কার্যালয়ে পৌঁছানো হয়েছে বলে আশ্বস্ত করা হয়েছে। তাই আমরা ফিরে যাচ্ছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
স্মারকলিপিতে আন্দোলনকারীরা তাদের একদফা দাবি তুলে ধরেছেন। দাবিটি হচ্ছে- পিলখানার ভিতরে ও বাইরের ইউনিটে মহাপরিচালকের বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্টের অবৈধ রায় বাতিল করে সব চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অনতিবিলম্বে ‘ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল’ করতে হবে এবং রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এ ছাড়া পিলখানায় নির্মম হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয়েছে।