ওয়াক্ফ সংশোধনী বিলকে সমর্থন জানানোর পর পুরো অসন্তোষ তৈরি হয়েছে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডে (জেডিইউ)। একে একে দল ছেড়েছেন পাঁচ সিনিয়র মুসলিম নেতা।
প্রসঙ্গত, বিতর্কের মধ্যেই গত বুধবার ভারতের সংসদে পাস হয় ‘ওয়াক্ফ (সংশোধনী) বিল-২০২৫’। সেই বিলকে সমর্থন করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ জোট সরকারের শরিক দল জেডিইউ। এরপরই দলের সিদ্ধান্তের বিরোধিতা করে একে একে দল ছাড়ছেন নেতারা।
সামনেই বিহারে বিধানসভার নির্বাচন। মুসলিম ভোটের কথা মাথায় রেখে প্রথমে ওয়াক্ফ বিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি জেডিইউ। ফলে এ বিল নিয়ে সংসদে জেডিইউ তাদের সমর্থন জানাবে কি না তা নিয়ে কিছুটা সংশয় ছিল। অবশেষে এনডিএ শিবিরকে স্বস্তি দিয়ে বিলকে সমর্থন জানায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল। আর এরপরই দল থেকে পরপর পাঁচ মুসলিম নেতা ইস্তফা দিয়েছেন। সর্বশেষ জেডিইউ ছেড়েছেন দলের যুব শাখার ভাইস প্রেসিডেন্ট তাবরেজ হাসান। এর আগে দল ছাড়েন দলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক শাহনেওয়াজ মালিক, রাজ্য সাধারণ সম্পাদক তাবরেজ সিদ্দিকী, ভোজপুরভিত্তিক দলের নেতা মোহাম্মদ দিলশান রাইন, মোহাম্মদ কাসিম আনসারী।
পদত্যাগপত্রে তাবরেজ হাসান বলেন, ‘মুসলিমরা সর্বদা বিশ্বাস করতেন যে জেডিইউ ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পক্ষে। কিন্তু বিলটির প্রতি দলের সমর্থন মুসলিমদের সেই আস্থা ভেঙে দিয়েছে।’ দলের উত্তরপ্রদেশ রাজ্যের সাধারণ সম্পাদক সাজাইব রিজভী বলেন, ‘মুসলিমরা একটা বড় সংখ্যায় জয়ন্ত চৌধুরীকে সমর্থন জানিয়েছিল, কিন্তু আমাদের প্রয়োজনের সময়ই তিনি মুসলিমদের পাশে দাঁড়াননি।’ তিনি দলের প্রধান জয়ন্ত চৌধুরীর বিরুদ্ধে ‘ধর্মনিরপেক্ষতা ত্যাগ’ এবং মুসলমানদের সমর্থন করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেন। এদিকে এই তোলপাড় অবস্থায় জেলা স্তরেও দল ত্যাগ করার খবর এসেছে। আরএলডি দলের হাপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকি এবং তার হাত ধরে একাধিক স্থানীয় নেতা-কর্মীরা দলত্যাগ করেছেন।