মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আগামী ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হবে। নতুন এ সূচিতে গণিত পরীক্ষা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। তথ্যমতে, ২০ এপ্রিল খ্রিস্টধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে। আগের সূচিতে ওইদিন এসএসসির গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, গণিত পরীক্ষা এক দিন পিছিয়ে অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এই সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর আগে ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় এসএসসির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। তখন বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। প্রথম প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল এ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ওইদিন বৈসাবি উৎসব থাকায় রুটিন পরিবর্তনের দাবি জানান পাহাড়ি ছাত্র পরিষদের নেতারা। তাদের দাবির মুখে ১৩ এপ্রিলের পরিবর্তে ১৩ মে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।