আওয়ামী লীগ সরকারের সাবেক ছয় মন্ত্রীসহ ১০ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, সাবেক পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, ছাত্রলীগ নেতা কাউসার ও রমজান।
এর মধ্যে ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মতিঝিল থানার হত্যাচেষ্টা মামলায় ফারুক খান, ইনু ও মেনন, উত্তরায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহিন হত্যা মামলায় আনিসুল, মিরপুর মডেল থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার ও যুবদল নেতা শামীম হত্যা মামলায় দীপঙ্কর তালুকদারের পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এ ছাড়া নিউমার্কেট থানার আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তানভীর সালেহীন ইমনের সাত দিন এবং নিশি, কাউসার ও রমজানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ধানমন্ডি থানার মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পল্টন থানার মামলায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে গত ৩ ফেব্রুয়ারি কারাগারে থাকা অবস্থায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কারাগারে থাকা অবস্থায় একজন কীভাবে ফেসবুক আইডি ব্যবহার করছেন, তা নিয়েও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ নিয়ে গতকাল কথা বলেছেন এই আওয়ামী লীগ নেতা। এদিন রিমান্ড শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শেষে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজতখানায় নিয়ে যাওয়ার পথে কারাগার থেকে তার ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। ফারুক খান বলেন, ‘কারাগার থেকে কীভাবে স্ট্যাটাস দেব? কারাগার থেকে কি স্ট্যাটাস দেওয়া যায়? এটা মিথ্যা কথা।’ গত বছরের ১৪ অক্টোবর রাতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন।