ভারতের দিল্লিতে ৭০টি বিধানসভা আসনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ সময় পর্যন্ত প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি। সূত্র : এনডিটিভি।
খবরে বলা হয়, এই বিধানসভা নির্বাচনে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে এএপি, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে।
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়ালের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেজরিওয়ালের পার্টি গত দুই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছিল। তবে এরপর থেকেই তার সরকার ব্যাপক দুর্নীতির অভিযোগের মুখে পড়ে। তাদের দুই আমলের ভুলত্রুটির কারণে বিজেপি এবারের নির্বাচনে জয়ের আশা করছে। দিল্লির রাজনীতির মূলস্রোত থেকে ১০ বছর দূরে থাকা কংগ্রেসও প্রত্যাবর্তনের আশায় রয়েছে। কেজরিওয়াল বলেছেন, জনগণের ‘সততার সার্টিফিকেট’ পাওয়ার পরই তিনি পুনরায় মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করবেন। এদিকে পর্যবেক্ষকরা বলছেন, এই ভোট কেবল দিল্লির আগামী পাঁচ বছরের রাজনীতি নির্ধারণ করবে তা নয়, এই ভোট অগ্নিপরীক্ষা খোদ কেজরিওয়ালের জন্য।