বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ার জন্য তাদের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। সুইস পার্লামেন্টে সহায়তার জন্য অর্থ বরাদ্দ কমানোর ফলে এ সিদ্ধান্ত নিয়েছে সুইস সরকার। এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ প্রভাবিত দেশগুলোর উন্নয়ন সহযোগিতা কর্মসূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। গত ডিসেম্বরে পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন অর্থাৎ ১১ কোটি সুইস ফ্র্যাঁ ও ২০২৬ থেকে ২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে প্রায় ৩২১ মিলিয়ন বা ৩২ কোটি সুইস ফ্র্যাঁ কমিয়ে দেয়। বুধবার এ বাজেট কাটছাঁটের বিষয়ে সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা সুইস ফেডারেল কাউন্সিলকে জানানো হয়। ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের মধ্যে আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি বন্ধ করবে।
২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে দেশভিত্তিক ও বিষয়ভিত্তিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সংস্থার বাজেটও কমানো হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম ও ইউক্রেনের জন্য সহায়তা কর্মসূচি এ বাজেট কাটছাঁটের আওতায় আসবে না।