সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ছয়জনকে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। রিমান্ডে যাওয়া অন্য দুই আসামি হলেন- গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব রিমান্ড মঞ্জুর করেন। এদিন আসামিদের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির জামিন নামঞ্জুর করে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
সালমান ও সাবেক আইজিপি মামুন তিন দিনের রিমান্ডে : রাজধানীর মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন-কেন্দ্রিক আসিফ হত্যা মামলায় সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম শুনানি শেষে গতকাল এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসাইন আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আনিসুল হক তিন দিনের রিমান্ডে : মোহাম্মদপুর থানার ভ্যানচালক ইনসান আলী হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
মেয়র আতিক চার দিনের রিমান্ডে : রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম খান ১০ দিন রিমান্ড আবেদন করেন।
ফের রিমান্ডে কিরণ ও সৈকত : উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক নাজমুল আলম। এ ছাড়া রাজধানীর ধানমন্ডি এলাকায় মো. রিয়াজ হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম গতকাল এ আদেশ দেন।
সাবেক আইজিপি মামুনসহ নতুন মামলায় গ্রেপ্তার ৫ : এদিকে বৈষম্যবিরোধী আন্দোলন-কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল- মামুনসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। অপর আসামিরা হলেন- সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়াল ও উত্তরা পশ্চিম থানার আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রবিন।