রাজধানীর দারুস সালামের দিয়াবাড়ী সিটি করপোরেশন বস্তিতে পূর্বশত্রুতার জেরে মিলন (২৩) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, পোশাকশ্রমিক মিলন মিরপুর-১-এর ছোট দিয়াবাড়ীর আনারুলের ছেলে।
মিলনের বন্ধু মো. আলী জানিয়েছেন, মিলনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন জানান, থানায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের চিহ্নিতের চেষ্টা চলছে। আশা করি খুব শিগগিরই তারা ধরা পড়বে।