সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি সাদেক খান ও ঢাকা উত্তর সিটির কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে ফের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় আতিকুল ইসলামের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া মোহাম্মদপুর থানার এক হত্যাচেষ্টা মামলায় জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান ও ঢাকা সিটির ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ সলুর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের দুই দিনের রিমান্ডে পাঠান।
শুনানিকালে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আদালতকে বলেন, পলকের ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এর মধ্যে
৩৪ দিন রিমান্ডে ছিলেন।
নতুন মামলায় কামাল মজুমদার, মামুনসহ গ্রেপ্তার ৪ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ চার হেভিওয়েট আসামিকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন ডিবির রমনা জোনের সাবেক দুই ডিসি মো. মশিউর রহমান ও মো. জুয়েল রানা। গতকাল আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদালতে উপস্থিত করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে আদালাত তাদের বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখান। এর মধ্যে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মিরপুর থানার পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া হাজারীবাগ থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
অন্যদিকে ধানমন্ডি থানার একই হত্যা মামলায় ডিবির রমনা জোনের সাবেক দুই ডিসি মো. মশিউর রহমান ও মো. জুয়েল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।