আসছে ফেব্রুয়ারির মাঝামাঝি আত্মপ্রকাশ ঘটবে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়িয়েছে জাতীয় নাগরিক কমিটি। নতুন করে আরও ১০টি বিশেষায়িত সেল গঠন করেছেন তারা। চলতি সপ্তাহে এসব সেল গঠন করা হয়েছে। সব মিলিয়ে সংগঠনটির বিশেষায়িত সেল সংখ্যা এখন ১৫। নাগরিক কমিটিসূত্রে জানা যায়, সাংগঠনিক শক্তিমত্তা ও পরিধি বাড়াতে এবং সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে সংযুক্ত করতে এসব সেল গঠন করা হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সহমুখপাত্র মুশফিক উস সালেহীন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ভিন্ন কোনো নামে সম্পূর্ণ নতুন কলেবরে তরুণদের রাজনৈতিক দল গঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক সংগঠন হবে না, স্বতন্ত্র সত্তা বজায় রেখে প্রেশার গ্রুপ হিসেবে ভূমিকা পালন করবে।’ তিনি আরও বলেন, ‘বিশেষায়িত সেলগুলো আমাদের নতুন ধারার রাজনৈতিক দলটিকে গণমানুষের দল হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে বলে আমরা আশাবাদী। এসব সেলের মধ্য দিয়ে তরুণরা সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে সংযুক্ত করবে। জনমানুষের ভাবনা এবং মতামতের প্রতিফলন ঘটাবে।’
নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, শিক্ষা ও গবেষণা সেল সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত সেলগুলো নিজ নিজ সেলের বিকাশের লক্ষ্যে কাজ শুরু করেছে। শিক্ষা ও গবেষণা সেলের পক্ষ থেকে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে সমর্থন ও অংশগ্রহণকারী শিক্ষকদের সমন্বয়ে এরই মধ্যে ১৩৪ সদস্যের প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে।’
জাতীয় নাগরিক কমিটির গতকাল গঠিত হওয়া সেলগুলোর মধ্যে রয়েছে ডায়াস্পোরা সেল (প্রবাসী বাংলাদেশিদের জন্য), এনজিও সেল, আন্তর্জাতিক সম্পর্ক-কূটনীতি সেল, রাজনৈতিক কর্মশালা সেল, সংস্কৃতি সেল, নারীবিষয়ক বিশেষ সেল এবং আইন সেল। এ ছাড়া চলতি সপ্তাহের ২০ জানুয়ারি গঠন করা হয়েছে ক্রাইসিস রেসপন্স সেল। ১৮ জানুয়ারি গঠন করা হয়েছে শ্রমিক সেল এবং ১৬ জানুয়ারি শিক্ষা ও গবেষণা সেল।
এর আগে ১২ জানুয়ারি গঠন করা হয় শহীদ পরিবার ও আহতদের কল্যাণ সেল, দপ্তর সেল, প্রচার ও প্রকাশনা সেল, আইসিটি সেল, তথ্য ও জনসংযোগ সেল। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরিত চিঠিতে সেলগুলো গঠনের কথা জানানো হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করে জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম গতিশীল করতে গঠন করা হয়েছে ডায়াস্পোরা সেল। ১৩ সদস্যের এ সেলের সেল সম্পাদক করা হয়েছে এহতেশাম হককে। কমিটির অন্য সদস্যরা হলেন দেবাশীষ চক্রবর্তী, অরণি সেমন্তি খান, তাওহীদ তানজিম, আজাদ আহমেদ পাটোয়ারী, আতাউল্লাহ, মো. ফারহাদ আলম ভূঁইয়া, তাহিয়াতুন মরিয়ম, মুনতাসীর মাহমুদ, তুহিন মাহমুদ, মাজহারুল ইসলাম ফকির, মশিউর রহমান, ফারিবা হায়দার ও তারিক আদনান মুন।
এস এম সুজাকে সেল সম্পাদক করে গতকাল গঠিত হয়েছে পাঁচ সদস্যের এনজিও সেল। বাকি সদস্যরা হলেন সৈয়দ হাসান ইমতিয়াজ, মোশফিকুর রহমান জোহান, ফারিহা সুলতানা অমি, অঞ্জলী সরেন ও তুহিন মাহমুদ। গতকাল গঠিত সাত সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিবিষয়ক সেলের সম্পাদক করা হয়েছে আলাউদ্দিন মোহাম্মদকে। সেলের অন্য সদস্যরা হলেন এস এম সুজা, মনিরা শারমিন, তাসনিম জারা, মাহবুব আলম মাহির, রাফে সালমান রিফাত, মোহাম্মদ মিরাজ মিয়া ও সালেহ উদ্দিন সিফাত।
মোল্লা মোহাম্মদ ফারুক এহছানকে সেল সম্পাদক করে গতকাল গঠন করা হয়েছে সাত সদস্যের রাজনৈতিক কর্মশালা সেল। সেলের বাকি সদস্যরা হলেন আলাউদ্দিন মোহাম্মদ, উম্মে হাবিবা বেনজির, ঋআজ মোর্শেদ, মো. নাইম আহমেদ, আতিক মুজাহিদ ও মুশফিক উস সালেহীন।
তাজনূভা জাবীনকে সম্পাদক করে গতকাল গঠিত হয়েছে নয় সদস্যের সংস্কৃতিবিষয়ক সেল। অন্য সদস্যরা হলেন সৈয়দ ফরহাদ, দ্যুতি অরণ্য চৌধুরী, মো. বুরহান উদ্দিন নোমান, মো. মেজবাহ কামাল, মীর লোকমান, দেবাশীষ চক্রবর্তী, মোশফিকুর রহমান জোহান ও সৈয়দা নীলিমা দোলা।
নারীবিষয়ক বিশেষ সেলের সম্পাদক করা হয়েছে সাদিয়া ফারজানা (দিনা)-কে। ছয় সদস্যের কমিটির অন্যরা হলেন তাজনূভা জাবীন, ফাতিমা তাহসিন, আলী আহসান জুনায়েদ, আফসানা ছপা ও আকরাম হুসেইন।
অ্যাডভোকেট মুকুল মুস্তাফিজকে সম্পাদক করে গঠন করা হয়েছে আইন সেল। আট সদস্যের সেলের বাকি সদস্যরা হলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট শাকিল, অ্যাডভোকেট হুমায়রা নুর, অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, অ্যাডভোকেট আলী নাসের, অঞ্জলী সরেন ও মোল্লা মোহাম্মদ ফারুক এহছান।
ক্রাইসিস রেসপন্স সেলের সম্পাদক হিসেবে রয়েছেন আলী নাছের খান। ছয় সদস্যের সেলের অন্যরা হলেন মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, শরিফ ওসমান হাদি, মশিউর রহমান, মিয়াজ মেহেরাব তালুকদার ও তাহসীন রিয়াজ।
মাজহারুল ইসলাম ফকিরকে সম্পাদক করে গঠন করা হয়েছে নাগরিক কমিটির ১০ সদস্যবিশিষ্ট শ্রমিক সেল। প্রীতম দাশ, সাইদ উজ্জ্বল, ঝআজ মোর্শেদ, ভীম্পাল্লী ডেভিড রাজু, আজাদ খান ভাসানী, আরিফুল ইসলাম আদীব, সাকিব শাহরিয়ার, নফিউল ইসলাম ও অনীক রায়।
শিক্ষা ও গবেষণা সেলের সম্পাদক করা হয়েছে ফয়সাল মাহমুদ শান্তকে। ১২ সদস্যের এ সেলের বাকিরা হলেন শওকত আলী, সাগুফতা বুশরা মিশমা, মাহবুব আলম, সাদ্দাম হোসেন, তাহনীনা মেহরীন অনিন্দিতা, আতিক মুজাহিদ, রিপা কু ু, অর্পিতা শ্যামা দেব, মো. বুরহান উদ্দিন নোমান, আলী আহসান জুনায়েদ, তুহিন মাহমুদ ও সাদিয়া ফারজানা (দিনা)।