চিকিৎসারত অবস্থায় নারী চিকিৎসককে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা। গতকাল সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এদিকে অবস্টেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) হামলার ঘটনায় তীব্র নিন্দা ও চিকিৎসকদের দাবি নিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ ডিসেম্বর গাইনি সার্জন সহকারী অধ্যাপক ডা. আরজু শামীমা রহমান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জনৈক গর্ভবতী রোগীর অপারেশনের আগে কিছু পরামর্শ দেন। এ সময় রোগীর স্বামী ও স্বজনরা চিকিৎসকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে এবং পরে চিকিৎসক শামীমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
বক্তারা এ ধরনের ন্যক্কারজনক হামলার নিন্দা এবং ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় নতুন করে কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। আগামীতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অবস্টেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ দিনাজপুর শাখার আয়োজনে ও ওজিএসবি সেন্ট্রালের একাত্মতায় এবং দিনাজপুরের সব বিভাগের সর্বস্তরের ডাক্তারদের অংশগ্রহণে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান (গাইনি) সহকারী অধ্যাপক ডা. ইশরাত শারমিন। কেন্দ্র থেকে পাঠানো ওজিএসবির প্রতিবাদলিপি পাঠ করেন গাইনি বিশেষজ্ঞ এবং ওজিএসবি দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহানারা বেগম মুন্নি। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ডা. মো. সামিউল হোসেন, ডা. রুখসানা মমতাজ লিজা, ডা. ইসমাইল হোসেন, ডা. হাদিউজ্জামান ও দিনাজপুর জেলা বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমিটির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ প্রমুখ।