পশ্চিম বগুড়ার দুর্র্ধর্ষ সন্ত্রাসী কালাম বাহিনীর প্রধান আবুল কালামসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার বিকালে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে দুপচাঁচিয়া থানার গুনাহার ইউনিয়নের তালুচ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি রিভলবার, ৮টি চাপাতি, ৯টি দেশীয় ছোরা, ১টি রামদা, ২টি লম্বা দা উদ্ধার করা হয়। এ ছাড়াও কালামের বাড়ি থেকে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ জানান, যৌথ বাহিনী গ্রেপ্তার তালুচ গ্রামের কালাম বাহিনীর প্রধান আবুল কালাম (৩৮) আবদুর রহিম (৩৫), ইয়াছিন (৪০) ও বাবলু ওরফে বাবুকে (৩৬) দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশের তথ্যমতে, আবুল কালাম বিভিন্ন থানায় ২৭টি মামলার এজাহারভুক্ত আসামি। অপর তিনজনের নামে একাধিক মামলা চলমান। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পশ্চিম বগুড়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ, লুট, মাদক চোরাচালান, গুম, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল।