বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক (ওএসডি) কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর সোহেলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ কক্ষে ফ্যানের রডের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান তার সহকর্মীরা। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক জানান, ‘সোহেলের কক্ষ ভিতর থেকে লাগানো ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে।’ কোতোয়ালি থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, প্রাথমিক তদন্ত শেষে ঘটনাটিতে আত্মহত্যাই মনে হচ্ছে। যে টেবিলে উঠে ফাঁসি নিয়েছিল সেখানে তার জুতার ছাপও আছে। ধারণা করা হচ্ছে সেই টেবিল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। তিনি আরও জানান, সুইসাইড নোট ও তার ব্যবহৃত মোবাইলে আরও কিছু আলামত পেয়েছি। ময়নাতদন্তের পরই বিস্তারিত বলতে পারব।