ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার ঘোষণা করেছেন, যদি তার দেশ ন্যাটোর সদস্যপদ লাভ করে এবং ইউক্রেন শান্তি নিশ্চিত হয়, তবে তিনি অবিলম্বে পদত্যাগ করতে প্রস্তুত।
কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যদি ইউক্রেনের জন্য শান্তি নিশ্চিত হয়, যদি আমার সরে দাঁড়ানো প্রয়োজন হয়, তবে আমি প্রস্তুত... আমি ন্যাটোর জন্য এটি করতে পারি।
জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সুস্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তা আশা করছেন, যা ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে সহায়তা করবে। তিনি বলেন, আমি ট্রাম্পের কাছ থেকে আমাদের পারস্পরিক বোঝাপড়ার আশা করি। ইউক্রেনের জন্য তার নিরাপত্তা নিশ্চয়তা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
আগামীকাল সোমবার রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলেনস্কি।
তিনি বলেন, আমাদের সামনে এক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, একটি সম্মেলন। হয়তো এটি একটি মোড় ঘোরানোর মুহূর্ত হতে পারে, দেখা যাক। ১৩ জন নেতা সরাসরি উপস্থিত থাকবেন এবং ২৪ জন নেতা অনলাইনে যুক্ত থাকবেন।
জেলেনস্কি জানান, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র একটি চুক্তির বিষয়ে অগ্রগতি করছে, যার আওতায় ওয়াশিংটন ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা দেবে এবং এর বিনিময়ে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার থাকবে। ‘আমরা এগিয়ে যাচ্ছি’ উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের কর্মকর্তারা এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে কোনো ৫০০ বিলিয়ন ডলারের ঋণী নয়, যা ট্রাম্প প্রায়শই দাবি করেন।
তিনি বলেন, ‘অনুদানকে ঋণ হিসেবে গণ্য করা উচিত নয়।’
বিডিপ্রতিদিন/কবিরুল