শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবেলায় যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) স্থল বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সর্ববৃহৎ আভিযানিক প্রস্তুতি মহড়া শুরু করেছে।
আজ মঙ্গলবার খুজেস্তান প্রদেশের শাভেরিয়া অঞ্চলের একটি যুদ্ধক্ষেত্রে এই মহড়া শুরু হয়। যেখানে আইআরজিসি স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর উপস্থিত ছিলেন।
এটি পয়গাম্বার-ই-আজম (মহান নবী) ১৯ মহড়ার দ্বিতীয় পর্বের সূচনা। পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের সালাস-এ বাবাজানি কাউন্টির এজগেলেহ জেলায় প্রাথমিক নিরাপত্তা-কেন্দ্রিক মহড়ার পরে এই ধাপ শুরু হয়েছে।
এই পর্বটি আধুনিক যুদ্ধ কৌশলের সাথে আইআরজিসি বিভাগগুলিতে নতুনভাবে সরবরাহ করা অত্যাধুনিক ইরানি সামরিক সরঞ্জামগুলি অনুশীলন করার জন্য এবং বাস্তব-বিশ্বের বিভিন্ন পরিস্থিতিতে তাদের দক্ষতা মূল্যায়ন করার জন্য পরিচালনা করা হচ্ছে।
আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন আইআরজিসি গ্রাউন্ড ফোর্স ইউনিট আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে। ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের অনুশীলন করবে এবং বেশ কিছু প্রাসঙ্গিক কাজ করবে। বৃহৎ আকারের সাঁজোয়া, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কামান হামলা চালাবে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল