হামাস-ইসরায়েল যুদ্ধের পর গাজা থেকে আনা কয়েক ডজন ফিলিস্তিনি শিশুকে চিকিৎসার জন্য ইতালিতে পাঠানো হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই ক্যান্সারে আক্রান্ত।
মিশরের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুরা এবং তাদের পরিবার, মোট ৪৫ জন, বুধবার গাজা থেকে রাফা সীমান্ত অতিক্রম করে মিশরে যায়। যেখানে তাদের কায়রোর ইতালীয় হাসপাতালে চিকিৎসা পরীক্ষা করা হয়।
একটি ইতালীয় সামরিক বিমানে তাদের ইতালিতে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রোমের সিয়াম্পিনো বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তাদের স্বাগত জানান।
শুক্রবার তিনি বলেন, শিশুদের চিকিৎসা করা এই অঞ্চলে শান্তি ও সংলাপ প্রচারের জন্য ইতালির প্রচেষ্টার অংশ ছিল। সংহতির তৈরির কূটনীতি যা সবচেয়ে ভঙ্গুর এবং অসহায়দের মাঝে আশা ফিরিয়ে আনে।
২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় আহত বা রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ইউরোপের বেশ কয়েকটি দেশে নেয়া হয়। তাদের মধ্যে ইতালি অন্যতম।
২০২৪ সালের জানুয়ারিতে প্রথম ১১ জন ফিলিস্তিনি শিশু ইতালিতে পৌঁছায়। তার পরের মাসগুলিতে আরও কয়েক ডজন শিশু ইতালিতে আসে। কিছুকে বিমানে করে আনা হয় এবং কিছুকে ইতালীয় নৌবাহিনীর জাহাজ ভলকানোতে পরিবহন করা হয়।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল