ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর-আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার বলেছেন, ইরান শীঘ্রই দেশীয়ভাবে তৈরি একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে। যার পাল্লা ২ হাজার কিলোমিটার। যা নৌ প্রতিরক্ষায় ইরানের উন্নত সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।
আগামী পারস্য ক্যালেন্ডার বছর ২০ মার্চ থেকে শুরু হবে। উন্মোচিত হতে যাওয়া নতুন প্রজেক্টাইলটি ইরানের প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে দাবি করেছেন রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি। রবিবার দেশটির নৌ শক্তির সর্বশেষ অগ্রগতির বিবরণ দিয়েছেন তিনি।
"আমাদের কাছে এখন এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইরানি ভূখণ্ডের গভীরতা থেকে উৎক্ষেপণ করা যেতে পারে, উপকূলীয় উৎক্ষেপণের প্রয়োজনীয়তা দূর করে।"
কমান্ডার ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের ৪৬তম বার্ষিকীর প্রাক্কালে সম্প্রচারিত "ফজর" (আশার ভোর; শক্তিশালী ইরান) শিরোনামে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এসব কথা বলেন।
তিনি বলেছেন, "এই অগ্রগতির মাধ্যমে আমরা পারস্য উপসাগরের উত্তর [অংশ] থেকে সরাসরি ওমান সাগরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারি।"
তিনি নিশ্চিত করেছেন যে কোর পশ্চিম ইরানের তাবাস অঞ্চলের দক্ষিণ অংশ থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। তিনি বলেছেন যে প্রজেক্টাইলটি দেশের দক্ষিণে অবস্থিত ওমান সাগরে ৬৫০ কিলোমিটার (৪০৩ মাইল) দূরে অবস্থিত একটি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করেছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল