গভীর পানিতে বসবাসকারী সামুদ্রিক হাঙর ও সাদা কচ্ছপের বাসস্থান রক্ষাকল্পে জাতীয় সামুদ্রিক অভয়ারণ্য ঘোষণা করেছে মার্শাল দ্বীপপুঞ্জ।
মঙ্গলবার প্রথম জাতীয় সামুদ্রিক অভয়ারণ্য ঘোষণা করেছে প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত মার্শাল দ্বীপপুঞ্জ।
বিশ্ব ব্যাংক বলেছে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে সেখানকার জীববৈচিত্র্য চরমভাবে হুমকির মুখে।
এ বিষয়ে মার্শাল দ্বীপমালার প্রেসিডেন্ট হিলদা হেইন বলেছেন, সমুদ্রের ধনভাণ্ডার থেকে লাভবান হওয়ার একমাত্র উপায় হচ্ছে একে রক্ষা করা।
এ প্রসঙ্গে পরিবেশ সংরক্ষণবাদী এনরিক সালা বলেন, এই আদিম প্রবাল প্রাচীরগুলো হচ্ছে একেকটা টাইম মেশিন। এসব টাইম মেশিন আমাদের কাঙ্ক্ষিত প্রবাল প্রাচীরগুলো ভবিষ্যতে কেমন হবে, তাও বলে দেবে।
সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/বাজিত