আড়াই হাজার কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী হয়েও ব্রিটিশ তরুণ ডিলান থমাস (২৪) নিজের বন্ধুকে নির্মমভাবে হত্যা করে জায়গা করে নিয়েছেন শিরোনামে। যুক্তরাজ্যের একটি আদালত তাঁকে বন্ধুকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
২০২৩ সালের ২৪ ডিসেম্বর ক্রিসমাসের আগের রাতে কার্ডিফের ল্যান্ডাফ এলাকার নিজ বাড়িতে বন্ধু উইলিয়াম বুশকে (২৩) হত্যা করেন ডিলান। নৃশংসতার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে তিনি সবজি কাটার ছুরি ও ফ্লিক ছুরি দিয়ে বুশকে ৩৭ বার আঘাত করার পর শিরচ্ছেদ করেন। হত্যার কিছুক্ষণ আগেই ইন্টারনেটে গলার শারীরবৃত্তীয় গঠন সম্পর্কে তথ্য খুঁজেছিলেন থমাস।
আদালতে কৌঁসুলিরা জানান, মানসিক অসুস্থতার অজুহাত থাকলেও এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। বিচারক এই ঘটনাকে "ভয়ংকর ও ঘৃণ্য" আখ্যা দিয়ে বলেন, থমাস নিজের ঘনিষ্ঠ বন্ধুকে এমন জায়গায় হত্যা করেন, যেখানে বুশ নিজেকে নিরাপদ ভাবতেন।
বুশের বোন ক্যাটরিন এই হত্যাকে "বর্বর ও নির্মম" বলে উল্লেখ করেন। তাঁর প্রেমিকা এলা জেফারিজ বলেন, "উইলিয়াম ছিল আমার জীবনের ভালোবাসা। তার মৃত্যু আমাদের স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে।"
ডিলান থমাসের পরিবার ১৯৫০-এর দশকে "পিটারস পাই’স" নামে একটি খাদ্য প্রস্তুতকারী সংস্থা প্রতিষ্ঠা করে, যা পরবর্তীতে দক্ষিণ ওয়েলস ও আশপাশের এলাকায় সুনাম অর্জন করে। তবে এখন তাঁদের উত্তরাধিকারী ডিলানকে ১৯ বছর কারাগারে কাটাতে হবে, যেখান থেকে তিনি আর ২,৫০০ কোটি টাকার সম্পদের মালিকানা ভোগ করতে পারবেন না।
সোর্স: বিবিসি
বিডি প্রতিদিন/আশিক