যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিভাবক কিংবা নন-ইমিগ্র্যান্ট (ট্যুরিস্ট, ব্যবসা, স্টুডেন্ট) ভিসায় আগতদের গর্ভে জন্মগ্রহণকারীরা আপনাআপনি সিটিজেনশিপ পাবে না বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশকে নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আপিল আদালতের নবম সার্কিট বেঞ্চ।
বুধবার প্রদত্ত এ রায়ে মূলত : সংবিধানের চতুর্দশতম সংশোধনীকেই সমুন্নত রাখা হয়েছে অর্থাৎ মা-বাবার অভিবাসন সম্পর্কিত স্ট্যাটাস কোনো প্রভাব ফেলবে না যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারীদের সিটিজেনশিপ প্রদানের ক্ষেত্রে, তারা আপনা-আপনি সিটিজেন বলে গণ্য হবেন। গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণের দিনই ট্রাম্প অভিবাসন-বিরোধী বেশ কটি নির্বাহী আদেশ জারি করেন এবং জন্মগতভাবে সিটিজেনশিপ প্রদানের বিরুদ্ধেও এই আদেশটি জারি করেছিলেন। নবম সার্কিট কোর্টে তিন সদস্যের বিচারপতির দুজনই ট্রাম্পের ওই আদেশকে সংবিধানের পরিপন্থি হিসেবে অভিহিত করেন এবং বলেন যে, চতুর্দশ সংশোধনী বাতিল/স্থগিত কিংবা পরিবর্তনের এখতিয়ার প্রেসিডেন্টের নেই। এটা কংগ্রেসের মাধ্যমে করা যেতে পারে।