বাংলা ভাষা ও সংস্কৃতির মায়ায় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা শিখতে এসেছিলেন ইন্দোনেশিয়ার শিক্ষার্থী এগনেস। নিজ দেশে ফিরেও এ তরুণী ভুলে যাননি বাংলাদেশের সংস্কৃতি ও ভাষার চর্চা।
গতকাল এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রতিদিনকে বাংলা শেখা ও বাংলাদেশে কাটানো দিনগুলোর অভিজ্ঞতা জানান তিনি।
এগনেস বলেন, বাংলা খুবই মিষ্টি একটি ভাষা। বাংলা উচ্চারণ, বাংলায় কথা বলার ধরন আমার অনেক ভালো লাগে। বাংলা গান যখন শুনতাম, তখন না বুঝলেও শুনতে খুব ভালো লাগত। আমি বাংলা ভাষাকে এবং এ দেশকে আরও ভালোভাবে বুঝতে চেয়েছিলাম। অতঃপর সে সুযোগও আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে পড়ার সুযোগ হয়েছিল আমার। ঢাকায় থাকাকালে আমি বাংলাদেশের সংস্কৃতি ও মানুষকে অনেক কাছ থেকে বোঝার সুযোগ পেয়েছি। যার ফলে মায়ায় পড়ে যাই এ দেশের সংস্কৃতির। শিক্ষকেরা অনেক যতেœ আমাদের বাংলা শেখাতেন। শ্রেণিকক্ষের বাইরেও তারা আমাদের শেখাতেন, আমরা যেন ভালোভাবে বাংলা ভাষা ও দেশ নিয়ে জানতে পারি সেজন্য তারা সাহায্য করতেন।
তিনি বলেন, বাংলাদেশে কাটানো দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর ও বিচিত্র অভিজ্ঞতায় ভরা সময়। যেহেতু আমি একজন বিদেশি, তাই অনেকেই আমার সঙ্গে কথা বলত এবং আমার প্রতি সদয় আচরণ করত। আমি যখন কোথাও ঘুরতে বা খেতে যেতাম তখন লোকেরা আমার সঙ্গে কথা বলত। বাংলাদেশিরা খুবই বন্ধুসুলভ। তাদের এমন বন্ধুসুলভ আচরণ বাংলা ভাষা শেখার পেছনে আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে কাজ করছে।
বাংলা শেখার যাত্রা অব্যাহত রাখবেন জানিয়ে এগনেস বলেন, আমি নিজ দেশে ফেরার পরও বাংলার চর্চা থামিয়ে রাখিনি। এখনো বাংলা বই পড়া, গান শোনা, মাঝে মাঝে বাংলাদেশি বন্ধুদের সঙ্গে যোগাযোগ করি। বাংলা বলতে ও লিখতে এখনো পুরোপুরি দক্ষ হয়ে উঠিনি তবে যতদিন না আয়ত্তে আসছে আমি চেষ্টা চালিয়ে যাব। ভাষা শেখার মাধ্যমে আমি আরও স্পষ্টভাবে বাংলা সাহিত্য, নাটক, গানের মর্মার্থ বুঝতে চাই। আশা করি আমি এ যাত্রায় এগিয়ে যাব।